Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নিষিদ্ধের দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ০২:৩২

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

রংপুর: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন রংপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১২টা থেকে শুরু করে রাত দেড়টা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড় অবরোধ করে রাখেন তারা। এতে রাস্তার দুই পাশে দমদমা থেকে সাতমাথা পর্যন্ত প্রায় ৮-১০ কিমি মহাসড়কে যানজট তৈরি হয়। পরে রাত দেড়টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজকের মতো অবরোধ তুলে নেওয়া হলো। আগামীকাল বিকেল থেকে ফের কর্মসূচি পালন করা হবে।’

অবরোধকারীরা বলেন, যে আওয়ামী লীগ জুলাই-আগস্টে আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের অবশ্যই বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত ছিল আরও আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা আজ একত্র হয়েছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত বাড়ি ফিরব না।

এর আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং শেখ হাসিনাসহ তার দোসরদের দ্রুত বিচারের দাবিতে যৌথভাবে বিক্ষোভ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। শুক্রবার দুপুর আড়াইটায় রংপুর নগরীর ডিসির মোড় এলাকায় মিছিল ও সড়ক অবরোধ করেন তারা।

সারাবাংলা/পিটিএম

আওয়ামী লীগ টপ নিউজ নিষিদ্ধ মহাসড়ক অবরোধ রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর