Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেঁতুলিয়া বিএনপির সভাপতি রঞ্জু, সম্পাদক শাহীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ০২:৪১

তেঁতুলিয়া বিএনপির সভাপতি রঞ্জু, সম্পাদক শাহীন। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: দীর্ঘ ১৬ বছর পর দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপির শাহাদৎ হোসেন রঞ্জু সভাপতি ও রেজাউল করিম শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া, দু’টি সাংগঠনিক সম্পাদক পদে আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুল নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারটি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। উল্লেখ্য, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারটি পদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার বিকেলে তেঁতুলিয়া অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার মাঠে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের শুরুতে তেঁতুলিয়া অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় এবং দলীয় সংগীতের মধ্যে দিয়ে সম্মেলনের শুভ সূচনা করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। পরে কমিউনিটি সেন্টার মাঠে তেতুঁলিয়া উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তেতুঁলিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে ও রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এবং প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট আদম সুফি, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম-আহবায়ক এমএ মজিদসহ বিএনপি নেতারা বক্তব্য দেন।

উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে তেতুঁলিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় মনসিন আলী প্রধান সভাপতি ও রেজাউল করিম শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ২০১৯ সালে শাহাদাৎ হোসেন রঞ্জুকে আহ্বায়ক ও রেজাউল করিম শাহীনকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সারাবাংলা/পিটিএম

উপজেলা বিএনপি টপ নিউজ তেতুলিয়া সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর