Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের ৩ বিমানঘাঁটিতে ভারতের হামলা, বন্ধ আকাশসীমা

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫ ০৯:২৪ | আপডেট: ১০ মে ২০২৫ ১২:৫৩

প্রতীকী ছবি।

পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে শনিবার (১০ মে) হামলা ভারত হামলা চালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বিস্ফোরণের পর পাকিস্তান সরকার তৎক্ষণাৎ দেশের আকাশসীমা বেসামরিক ও বাণিজ্যিক সব ধরনের বিমান চলাচলের জন্য বন্ধ ঘোষণা করে।

পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, বিস্ফোরণের শিকার তিনটি বিমানঘাঁটির মধ্যে রয়েছে- নূর খান বিমানঘাঁটি (চাকলালা), মুরীদ বিমানঘাঁটি (চাকওয়াল), রফিকি বিমানঘাঁটি (পাঞ্জাবের ঝাং জেলা)।

বিজ্ঞাপন

নূর খান বিমানঘাঁটিতে ভিভিআইপি পরিবহন এবং বিমান বাহিনীর অপারেশনাল ইউনিট অবস্থান করে। মুরীদ বিমানঘাঁটি মূলত ড্রোন যুদ্ধ ও নজরদারির জন্য ব্যবহৃত হয় এবং রফিকি বিমানঘাঁটি পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম যুদ্ধবিমান কেন্দ্র।

দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চলমান এই উত্তেজনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

সারাবাংলা/এনজে

পাকিস্তান ভারত হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর