বৃষ্টির দেখা নেই, বাড়তি থাকবে তাপমাত্রা
১০ মে ২০২৫ ০৯:৫৭ | আপডেট: ১০ মে ২০২৫ ১২:৫২
ঢাকা: দেশজুড়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় দিনের চেয়ে রাতের তাপমাত্রা বাড়তি থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে আগামী তিন দিন সারাদেশে বিদ্যুৎ চমকানো, দমকা হাওয়া বয়ে যেতে পারে কিন্তু বড় ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার (১০ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা পূর্বাভাস বার্তায় বলা হয়, শনিবার (১০ মে) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
রোববারের (১১ মে) পূর্বাভাস বলছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সে. হ্রাস পেতে পারে। চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
সোমবার (১২ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার (১৩ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলছে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে।
সারাবাংলা/জেআর/এনজে