নরসিংদীতে সাংবাদিকের ওপর দূর্বৃত্তদের হামলা
১০ মে ২০২৫ ১১:০৪ | আপডেট: ১০ মে ২০২৫ ১১:১৫
নরসিংদী: দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক আকরাম হোসেন (৪০) ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৯ মে) রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টের সামনে এই হামলার ঘটনা ঘটে।
এতে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে স্ব-পরিবারে রক্ষা পায় বলে জানান আকরাম হোসেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, রাত পৌনে ১০টার দিকে মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি রেখে স্ত্রী সন্তান নিয়ে অবস্থান করছিলেন আকরাম হোসেন। এ সময় মুখে কাপড় বাঁধা অবস্থায় তিন যুবক এসে সাংবাদিক আকরামকে উদ্দেশ্য করে ভালো হয়ে যাওয়ার কথা বলেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। এ সময় আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা।
এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মোবাইলে বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
সারাবাংলা/ইআ