Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজে গিয়ে ৫ বাংলাদেশির মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১১:১৭ | আপডেট: ১০ মে ২০২৫ ১১:৪০

ফাইল ছবি

ঢাকা: হজে গিয়ে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি মৃত্যুবরন করেছেন। এদিকে এখনো ২ হাজার ৪১৪ জনের ভিসা হয়নি। ভিসা ইস্যু করা হয়েছে ৮৪ হাজার ৬৮৬ জনের। এবার সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ করার সুযোগ পাবেন।

হজ অফিস সুত্র জানিয়েছে, এবার বাংলাদেশ থেকে যে সংখ্যক হজযাত্রী সৌদি আরবে যাবেন তাদেরকে তিনটি এয়ারলাইনন্স পরিবহন করবে। এগুলো হলো- বিমান বাংলাদেশ, সৌদি এয়ার লাইন্স ও ফ্লাইনাস। এই তিন প্রতিষ্ঠানের মোট ২৩২ টি ফ্লাইট হজযাত্রী পরিবহন করবে। এরই মধ্যে প্রায় অর্ধেক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে পাঁচ মুসল্লি মারা গেছেন বলে জানিয়েছে হজ অফিস। এদের মধ্যে তিন জন পুরুষ ১ জন নারী।

বিজ্ঞাপন

তথ্যানুযায়ী মৃতরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭), খলিলুর রহমান (৭০), পঞ্চগড়ের হামিদা বানু এবং মোহাম্মদপুরের বাসিন্দা মো. শাহজাহান কবীর। সবশেষ ৯ মে মারা গেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার হাফেজ উদ্দীন (৭৩) নামের একজন ব্যক্তি।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। মোট ৭০টি এজেন্সি এবার হজ কার্যক্রমে অংশ নিয়েছে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনজে

বাংলাদেশি মৃত্যু হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর