Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫ ১১:৫৭ | আপডেট: ১০ মে ২০২৫ ১৫:০৪

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার (৯ মে) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ভারত-পাকিস্তান উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মার্কো রুবিও আলোচনার সময় ভবিষ্যৎ সংঘর্ষ এড়াতে গঠনমূলক সংলাপ শুরু করতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব দেন বলেও জানান মুখপাত্র।

এই আলোচনার প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হয়, শনিবার (১০ মে) ভোরে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একটি সামরিক অভিযান শুরু করে, যেখানে ভারতের উত্তরাঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারসহ একাধিক সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। এটি গত তিন দশকে দুই দেশের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখার ইঙ্গিত দিয়েছে।

সারাবাংলা/এনজে

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর