Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নিষিদ্ধের দাবিতে মিরপুর ১০ নম্বরে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১১:৫৫ | আপডেট: ১০ মে ২০২৫ ১৫:০৪

মিরপুর ১০ নম্বরের গোলচত্বরে এ বিক্ষোভ সমাবেশ পালন করছেন ছাত্র জনতা।

ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধেসহ দলটির বিচারের দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বরে বিক্ষোভ সমাবেশ পালন করছেন ছাত্র জনতা।

শনিবার (১০ মে) সকাল ১১টায় মিরপুর ১০ নম্বরের গোলচত্বরে এ বিক্ষোভ সমাবেশ পালন করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ১১টার দিকে বেশকিছু ছাত্র জনতা মিরপুর ১০ নম্বরের গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। তবে এ এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে।

এসময় আন্দোলনকারীদের ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর ‘, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, আওয়ামী লীগের ফাঁসি চাই’, ‘বাহ ইন্টেরিয়াম চমৎকার, খুনিদের পাহারাদার’; ‘লীগ ধরো, জেলে ভরো’; ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’; ‘খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’; ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৯ মে) থেকে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। এ ছাড়াও এই একই দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানসহ রাজধানীর বাইরেও আন্দোলন করছেন ছাত্র জনতা।

তবে এই আন্দোলনে বিএনপির পক্ষ থেকে সারা পাওয়া না গেলেও পূর্ণ সমর্থন জানিয়েছে, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জুলাই আহতের বড় একটা গ্রুপ, ইনকিলাব মঞ্চ, এবি পার্টি, লেবার পার্টি, আপ-বাংলাদেশ, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, খেলাফত মজলিশ, জামায়াতে ইসলামী, হেফাজত ও ইসলামী আন্দোলনের নেতারা, ছাত্র শিবির, ইসলামি ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, জুলাই মঞ্চসহ অসংখ্য সংগঠন। আর এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে হাজারো ছাত্র-জনতা।

বিজ্ঞাপন

এর আগে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়। এরপর সেটি রূপ নেয় সমাবেশে। আর এই সমাবেশ থেকেই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধের ঘোষণা দেওয়া হয়।

সারাবাংলা/এমএইচ/ইআ

আ.লীগ নিষিদ্ধের দাবি মিরপুর ১০ নম্বর