রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের শেষ দিন আজ
১০ মে ২০২৫ ১২:১১
কুষ্টিয়া: নৃত্য, রবীন্দ্র সংগীত, আলোচনা সভা, মঞ্চনাটক ও গ্রামীণ মেলার মধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে আজ শেষ হচ্ছে জাতীয়ভাবে শুরু হওয়া তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বার্ণাঢ্য এ আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
শনিবার (১০ মে) উৎসবের তৃতীয় দিন। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
এর আগে বৃহস্পতিবার (৮ মে) ভার্চুয়ালে এ অনু্ষ্ঠানমালার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার (৯ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যানার, ফেস্টুন ও আলপনার মাধ্যমে বর্ণিল সাজে সাজানো হয়েছে কবির স্মৃতিবিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ি। উন্মুক্ত মঞ্চে চলছে সাংস্কৃতিক অনু্ষ্ঠান। কুঠিবাড়ির বাইরের আঙ্গিনায় বসেছে গ্রামীণ মেলা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার দর্শনার্থীদের উপস্থিতি কম।
শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান মো. আল আমিন সারাবাংলাকে বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, মঞ্চ নাটক ও গ্রামীণ মেলা শনিবার (১০ মে) মধ্যরাতে শেষ হবে।
সারাবাংলা/এনজে