Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে অসুস্থ আসামির ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৩:২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আনু মিয়া (৬১) নামে হত্যা মামলার এক আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন।

শনিবার (১০ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অসুস্থ অবস্থায় ওই বন্দিকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পে ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ে ওই বন্দি। পরে কারারক্ষীরা ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসলে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

কারা সূত্রে জানা গেছে, বন্দি আনু মিয়ার বাড়ি কুমিল্লার মুরাদপুর উপজেলার কামালকান্দি পাচকিতা গ্রামে। তার কয়দি। তিনি মুরাদপুর থানার হত্যা মামলার আসামি ছিলেন।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো