Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ ঘণ্টা পর দক্ষিনাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৩:১৯ | আপডেট: ১০ মে ২০২৫ ১৬:৪৪

ট্রেন চলাচল স্বাভাবিক। ফাইল ছবি

ফরিদপুর: ঢাকা থেকে দক্ষিনাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেন চলাচল ১৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১টার পর পদ্মা নেতু হয়ে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পয়েন্টম্যান নজরুল ইসলামের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তা।

এর আগে শুক্রবার (৯ মে) রাত ৯টা ৫ মিনিটের দিকে পয়েন্টম্যানের ভুল সিগন্যাল দেওয়ার কারণে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি ভাঙ্গা বামনকান্দা জংশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল ১৪ ঘণ্টা থাকে। তবে যাত্রীরা দুর্ভোগে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধারে ঈশ্বরদী ও খুলনা থেকে দুইটি রিলিফ ট্রেন নিয়ে এসে রেলের কর্মকর্তা-কর্মচারীরা উদ্ধার কাজ পরিচালনা করেন।

ভাঙ্গা জংশনের সহকারী স্টেশন মাস্টার সুমন বাড়ৈ জানান, ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙ্গা রেল জংশন থেকে বের হওয়ার কিছুদূর পরে গিয়ে ইঞ্জিন সহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুইটি এক লাইন হতে অন্য লাইনের উপর চলে যায়।

তিনি আরও জানান, গতকাল রাত ৯টা ৫ মিনিট থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ৩টি রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। রাজবাড়ী ও খুলনা থেকে উদ্ধারকারী ক্রেনসহ কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করে রেল চলাচল স্বাভাবিক করা হয়। বেলা ১১টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

সারাবাংলা/এনজে

ট্রেন চলাচল স্বাভাবিক দক্ষিনাঞ্চল লাইনচ্যুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর