ঢাকা: আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তা অনুযায়ী আগামী তিনদিন মাঝারি থেকে তীব্র তাপদাহের আশঙ্কা রয়েছে। তাই মশার ওষুধ ছেটানো কর্মীদের কাজ এক ঘণ্টা কমিয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শনিবার (১০ মে) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র ফারজানা ববি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তা অনুযায়ী আগামী তিনদিন মাঝারি থেকে তীব্র তাপদাহের আশঙ্কা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আগামী ১১, ১২ এবং ১৩ মে সকালের সেশনে মশককর্মীদের কাজ শেষের সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
সকালের সেশনে হাজিরার শেষ সময় বেলা ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে ১০টা ৪৫ মিনিট করা হয়েছে। আগামী ১৪ মে হতে গ্রীষ্মকালীন সময়সূচি নির্ধারণ করে পত্র প্রদান করা হবে।