Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৫:১৫ | আপডেট: ১০ মে ২০২৫ ১৫:১৭

টাঙ্গাইল: বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরুদ্ধে ছাত্র-জনতা।

শনিবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে বিভিন্ন সড়ক পদক্ষেণ করে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, মুখ্য সংগঠক ইমতিয়াজ জাবেদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ফারদিন প্রমুখ।

পরে বিক্ষোভকারীরা শহিদ মিনারে সামনে সমাবেশ করে। সমাবেশে বিক্ষোভকারীরা অবিলম্বে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি জানান।

সারাবাংলা/ইআ

আ.লীগ নিষিদ্ধের দাবি টাঙ্গাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর