Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৫:১৮ | আপডেট: ১০ মে ২০২৫ ১৫:২০

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরুজ আলী (৩৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) সকালে দোয়ারাবাজার উপজেলার দোয়ারা সদর ইউনিয়নের খামার পট্টিতে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। সুরুজ আলী উপজেলার সদর ইউনিয়নের দোয়ারাবাজার খামারপট্টির মৃত সাজেদুর রহমানের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১০ মে) সকালে সুরুজ আলীর মা নিজের বসতঘরে ডুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। সকালে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয় এবং পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বিজ্ঞাপন

সুরুজ আলীর ভাই ফটিক উদ্দিন জানান, ‘সুদের টাকার দিতে না পেরে আমার ভাই আত্মহত্যা করেছে। ১০ লক্ষ টাকার মতো সুদ ছিল তার।’

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘সুদের টাকার চাপে সুরুজ আলী আত্মহত্যা করেছে বলে পরিবারের কাছ থেকে জানতে পেরেছি।’

সারাবাংলা/এনজে

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর