ঢাকা: দেশের প্রথম আন্তর্জাতিক মানের ডিজিটাল দক্ষতা প্রতিযোগিতা ভি টিউটর মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট (এমওএস) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
শনিবার (১০ মে) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এই প্রতিযোগিতা শুরু হয়। ভি টিউটর বাংলাদেশ–এর আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা ১৩ থেকে ২২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
অলিম্পিয়াডের আদলে আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতা রাজধানীর ছয়টি বিশ্ববিদ্যালয়ে তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড প্রফেশনালস (ইউবিপি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।
বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার ভিত্তিতে সর্বোচ্চ তিনজনকে ‘চ্যাম্পিয়ন’ হিসেবে ঘোষণা করা হবে। সেখান থেকে জাতীয় পর্যায়ের জন্য বাছাই করা হবে সেরা ১০ জনকে। জাতীয় পর্যায়ের বিজয়ীরা পাবেন মাইক্রোসফট সার্টিফিকেশন অর্জনের সুযোগ।
এছাড়া নির্বাচিত এলএস (লংলিস্টেড) প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৩ জনকে নিয়ে আয়োজিত হবে ‘গালা রাউন্ড’, যার আগে থাকবে একটি বিশেষ গ্রুমিং সেশন। গালা রাউন্ডের বিজয়ীরা অংশ নেবেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট প্রতিযোগিতায়।
আজকের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ভি টিউটর বাংলাদেশ–এর কো-ফাউন্ডার ও চিফ ট্রেনিং অফিসার কাজী শামীম, কো-ফাউন্ডার ও চিফ একাডেমিক অফিসার মুত্তাকি ফারুক, ভি টিউটর–এর ১৫ জন স্বেচ্ছাসেবক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ল্যাবের কর্মকর্তা-কর্মচারীরা।