Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উপদেষ্টার চেয়ারে বসে ছাত্র-জনতার দাবির বাইরে সিদ্ধান্তের দুঃসাহস দেখাবেন না’

ঢাবি করেস্পন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৬:৩১ | আপডেট: ১০ মে ২০২৫ ১৬:৪১

বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের

ঢাকা: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আজ রাত ৮টায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে জানিয়ে বলেছেন, উপদেষ্টার চেয়ারে বসে ছাত্র-জনতার দাবির বাইরে সিদ্ধান্ত নেওয়ার দুঃসাহস দেখাবেন না।

শনিবার (১০ মে) দুপুরে আব্দুল কাদের তার নিজ ফেসবুক আইডিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিজ্ঞাপন

এ পোস্টে আব্দুল কাদের লিখেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আজ রাত ৮টায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের স্মরণ করে দিতে চাই, ছাত্র-জনতা রাজপথে জীবন দিয়ে আপনাদের উপদেষ্টা বানিয়েছে। সুতরাং তাদের দাবির বাইরে সিদ্ধান্ত না নেওয়ার মতো দুঃসাহস দেখাবেন না।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছেন, যারা চেয়ারে বসাতে পারে; তারা চেয়ার থেকে টেনে নামাতেও পারে। কোনোভাবেই জনতার সিদ্ধান্তের বাহিরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই, গড়িমসি করার সুযোগ নাই, সুশীলতার সুযোগ নাই। আজকের বৈঠক থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে হবে। অন্যথায়, ছাত্র-জনতার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সারাবাংলা/কেকে/এমপি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর