Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবীগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা, যুবলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৬:২৩ | আপডেট: ১০ মে ২০২৫ ১৬:২৬

যুবলীগ নেতা কামাল হোসেন সরকার

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও যুবলীগ নেতা কামাল হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (৯ মে) রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, কামাল হোসেন সরকার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ ঢাকাইয়া পাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। তিনি দণ্ডপাল ইউনিয়নের মৌমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। একইসঙ্গে তিনি দীর্ঘদিন ধরে দন্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দেবীগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর নেতৃত্বে করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে সড়কে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন রবিউল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় রবিউল ইসলাম ৪৪ জনের নাম উল্লেখ করে এবং ১০০০-১২০০ জনকে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, ‘হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হবে।’

সারাবাংলা/এইচআই

গ্রেফতার ছাত্র-জনতার ওপর হামলা যুবলীগ নেতা হত্যা চেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর