Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

স্পেশল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৬:৪৯

ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের মাঝে আজ সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

শনিবার (১০ মে) বিকেলে অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে।

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি। এ সময় শাহবাগে বন্ধ রয়েছে যান চলাচল। শনিবার (১০ মে) সকাল থেকে শাহবাগে জড়ো হয় ছাত্র-জনতা। এই অবস্থার মধ্যেই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে আজকের বৈঠকে আওয়ামী লীগের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত আসতে পারে।

সারাবাংলা/জিএস/এমপি

উপদেষ্টা পরিষদের বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর