Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ৫ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৬:৫২

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার দায়ে ব্যবসায়ীসহ পাঁচজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত ৫১২ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শনিবার (১০ মে) দুপুরে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এরআগে উপজেলার কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ করে যৌথ বাহিনী।

বিজ্ঞাপন

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন— উপজেলার নূরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার চার সহযোগী।

অভিযানকালে সেনাবাহিনীর কালীগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রাদীদ রায়হান, শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার তুষার চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

চিংড়িতে অপদ্রব্য পুশ জরিমানা ভ্রাম্যমাণ আদালত সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর