Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকিকার মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ১৫, ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৭:০০ | আপডেট: ১০ মে ২০২৫ ১৯:১৯

উভয় পক্ষের ২০-২৫টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর হয়েছে।

ফরিদপুর: আকিকার মাংস ভাগাভাগি নিয়ে ফরিদপুরের সালথায় দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৯ মে) রাতে ও শনিবার (১০ মে) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে রাঙ্গারদিয়া গ্রামের নান্নু মেম্বারের সমর্থক উজ্জল মোল্যার সঙ্গে জালাল মাতুব্বরের সমর্থক ফারুক মোল্যার আকিকার মাংস ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে দুইপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই সূত্রধরে সকালে ফের সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের ২০-২৫টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট হয়।

খবর পেয়ে সালথা থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে রাতে ও সকালে রাঙ্গারদিয়া গ্রামে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

আকিকার মাংস ভাঙচুর লুটপাত সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর