Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে নিজ বাড়ির পাশেই মিলল স্কুলছাত্রীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৭:১০

প্রতীকী ছবি

কুড়িগ্রাম: জেলার সদর উপজেলায় জান্নাতি (১৫) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সকালে উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে বাড়ির পাশের ফসলি জমি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জান্নাতি কৃষক জাহিদুল হকের মেয়ে। তিনি স্থানীয় কাগজিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের লোকজন জানান, নিহত জান্নাতি রাতে ঘরেই ছিল। পরে সকালে বাড়ির পাশের জমিতে তার মরদেহ পাওয়া যায়। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পরে বলে ধারণা করছে নিহতের পরিবার।

পুলিশ জানায়, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেলেও ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

নিহত মরদেহ উদ্ধার স্কুলছাত্রীর মরদেহ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর