Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে চলছে তীব্র তাপপ্রবাহ, ৪২.২ ডিগ্রিতে অস্বস্তি জনজীবনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৭:২৪ | আপডেট: ১০ মে ২০২৫ ১৯:১৮

ছবি: সারাবাংলা

যশোর: যশোর আজ দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১০ মে) আবহাওয়া অফিস জানিয়েছে জেলাটিতে তীব্র তাপপ্রবাহ চলছে। এদিকে তীব্র দাবদাহে ভোগান্তিতে পড়েছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা।

গত ৪-৫ দিন ধরেই যশোরে গরমের তীব্রতা বেড়েই চলেছে। শুক্রবার (৯ মে) তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। প্রকৃতিতে বাতাস না থাকাায় অবস্থা আরও খারাপ। সকাল থেকেই কড়া রোদ। গরমে মাঠে বা রাস্তায় চলাচল করা কষ্টকর হয়ে যাচ্ছে। একটু ঠান্ডা বা শীতলতার আশায় মানুষ গাছতলায় বা ছায়াযুক্ত স্থান খুঁজছে।

বিজ্ঞাপন

গরমে তারা মাঠে কাজ করতে পারছে না। ভ্যান রিক্সা চালকেরা পরিশ্রম করতে গিয়ে হাঁপিয়ে উঠেছে।

ঢাকা ও যশোর বিমানবন্দরস্থ আবহাওয়া অফিস জানিয়েছে ব্যারোমিটারে তাপমাত্রার পারদ প্রতিনিয়ই উর্ধ্বমুখি হচ্ছে। বেলা ১১টার পর সূর্য যেন আবারো অগ্নিবর্ষণ শুরু করে। এই অবস্থা চলতে পারে ১২ মে পর্যন্ত। এরপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর