Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না: হাসনাত

ঢাবি করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ১০ মে ২০২৫ ১৯:১৮

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে হাসনাত আবদুল্লাহ

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোনো শক্তি আমার কণ্ঠরোধ করতে চায় তবুও আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

শনিবার (১০ মে) রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ আন্দোলনের গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘২০১৩ সালের শাহবাগের মাধ্যমে ফ্যাসিবাদ শুরু হয়েছে আর এই শাহবাগ থেকে ফ্যাসিবাদের পতন হবে। আমাদের মত, পথ আলাদা হতে পারে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধে আমাদের মত, পথ এক। নমরুদের যেভাবে পতন হয়, ফেরাউনের যেভাবে পতন হয়, হাসিনারও পতন হয়।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। একটি ফ্যাসিবাদী শক্তি আরেকটি বাংলাদেশি শক্তি। যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা ফ্যাসিবাদী শক্তি, আর যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় তারা বাংলাদেশি শক্তি।’

সারাবাংলা/কেকে/এইচআই

আ.লীগ নিষিদ্ধ এনসিপি জাতীয় নাগরিক পার্টি হাসনাত আবদুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর