Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ দিনেও বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৮:০২ | আপডেট: ১০ মে ২০২৫ ২০:১৫

ছবি সংগৃহীত

রংপুর: দেশের অন্যান্য অঞ্চলের মতো উত্তরাঞ্চলের জেলা রংপুরও পুড়ছে প্রখর রোদে। গত দুই সপ্তাহ ধরে এ অবস্থা বিরাজ করছে। আগামী ১০ দিনেও বৃষ্টি হওয়ার সম্ভবনা নেই। বাড়তে পারে তাপমাত্রা— জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস ‍সূত্রে জানা গেছে, বাতাসে আর্দ্রতা না থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে রংপুরে। মৌসুমি বায়ু প্রবাহিত না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে।

শনিবার (১০ মে) রংপুর বিভাগের মধ্যে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এমন গরমে মানুষসহ হাঁসফাঁস করছে পশু-পাখিও। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। সবমিলিয়ে রংপুর মহানগরীসহ জেলার সর্বত্র গরমে বেড়েছে অস্বস্তির মাত্রা।

তীব্র গরমে একটু শান্তি পেতে ক্লান্ত পথিক ঘুমিয়েছেন গাছের ছায়ায়।

নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, তীব্র গরমে একটু শান্তি পেতে ক্লান্ত পথিক ঘুমিয়েছেন গাছের ছায়ায়। ক্লান্ত রিকশাচালকরা গাছের ছায়ায় জিড়িয়ে নিচ্ছেন কেউ কেউ।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, ‘আগামী ১০ দিনেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা আরও বাড়বে। বাতাসে আর্দ্রতা না থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। মৌসুমি বায়ু প্রবাহিত না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে।’

সারাবাংলা/এইচআই

আবহাওয়া তীব্র গরম প্রখর রোদ রংপুর সর্বোচ্চ তাপমাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর