টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে ট্রাক্টরচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী জিয়াবুর রহমান (৩৫) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে বাসাইল-নলুয়া সড়কের বাসুলিয়াতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াবুর রহমান সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আটাইশা মাছিমপুর গ্রামের মৃত চাঁন ফরালীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাসুলিয়াতে বাসাইলগামী সিএনজিচালিত অটোরিকশাকে নলুয়াগামী একটি ট্রাক্টর চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী জিয়াবুর রহমান গুরুত্বর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।