ঢাকা: আওয়ামী অঙ্গ সংগঠন কৃষকলীগ নেত্রী ও সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারি প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে রাজধানীর ঝিগাতলা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১০ মে) বিকেলে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার উপ-কমিশনার (ডিবি মিডিয়া) তালেবুর রহমান।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।’
এর আগে শনিবার ভোরের দিকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সাবেক এমপি সেলিনা ইসলামসহ ৫ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ডিবি।