টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের কামড়ে কাজলী বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাজলী বেগম কালমেঘা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
নিহতের ছেলে হোসেন আলী জানান, সকালে মা পানি আনার জন্য উঠানের পাশে স্থাপিত নলকূপে যান। সেখানে বিষধর সাপ তার বাঁ হাতের আঙ্গুলে কামড় দেয়। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারী মারা গেছেন। বিষয়টি থানায় জানিয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।