Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোচনার মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই: আলী রিয়াজ

‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৯:১৮ | আপডেট: ১০ মে ২০২৫ ২০:২০

সংসদ ভবনের এল. ডি হলে গণফোরামের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা

ঢাকা: ‎জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো নাগরিকের অধিকার সুরক্ষিত করবে, প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা থাকবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন ক্ষমতার এক বিন্দুকরণের জন্য নয় বরং বিকেন্দ্রীকণের জন্য কাজ করবে।

‎শনিবার (১০ মে) জাতীয় সংসদ ভবনের এল. ডি হলে গণফোরামের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

‎আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

‎এ সময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘গত ৫৩ বছর ধরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের ক্ষেত্রে যে ব্যত্যয় রয়েছে, সকলে মিলে এই ব্যত্যয়গুলো মোকাবেলা করে সামনের দিকে অগ্রসর হতে হবে। গণতন্ত্রের পথে যে নতুন যাত্রার সুযোগ পেয়েছি, ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে তা কাজে লাগাতে হবে।’

‎গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানের নেতৃত্বে দলটির সভাপতি পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, এডভোকেট সেলিম আকবর, এডভোকেট সুরাইয়া বেগম-সহ ১১ সদস্যের প্রতিনিধিদল আলোচনায় অংশ নেন।

‎সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

‎সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। আজ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং গণফোরামের সাথে আলোচনায় বসে কমিশন৷ আলোচনা অসমাপ্ত হওয়ায় আগামী ১৫মে বিকাল ৩টায় ইউপিডিএফ এর সাথে বর্ধিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

‎সারাবাংলা/এনএল/এমপি

অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর