Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাতকে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৯:২৭

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: জেলার ছাতকে সড়ক দুর্ঘটনায় হোসাইন আহমদ নামের ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শনিবার (১০ মে ) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নুর আলীর ছেলে। সে নোয়াগাঁও হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, এনা পরিবহণের সুনামগঞ্জগামী একটি বাস (ঢাকা-মেট্রো-১৫-৪৪৫৭) ওই শিশুটিকে পিষ্ট করে দ্রুত চলে যায়। পরে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস শান্তিগঞ্জ এলাকায় আটক করে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই

নিহত শিশু নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর