কক্সবাজার: কক্সবাজারের রামুতে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী মেহেদী হাসান অভি (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (১০ মে) বিকালে রামু উপজেলার কক্সবাজার-টেকনাফ সড়কের খুনিয়াপালং ইউনিয়নের রাবেতা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান অভি চাঁদপুর জেলার বাসিন্দা। রোহিঙ্গা ক্যাম্পে বাবার চাকুরির সুবাদে তিনি উপজেলার কুতুপালং এলাকায় বসবাস করতেন। আহত অটোরিকশা যাত্রীদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বিকালে কক্সবাজারগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারি পালিয়ে যায়। ঘাতক ট্রাকটি আটক করেছেন স্থানীয়রা।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানায় রয়েছে।