পঞ্চগড়: বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, আমরা ফের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করব। গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে সঠিক নির্বাচন। একটা সঠিক নির্বাচন না হলে, কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।
শনিবার (১০ মে) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মহিলা কলেজের মাঠে আটোয়ারী উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সামনের দিকে পথ চলার জন্য নিজের মধ্যে সৌহার্দ্য ও একতার মাধ্যমে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে নতুন বাংলাদেশ। যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা এসেছে ২৪ জুলাই। সেই স্বাধীনতা সুফল বাংলাদেশে বয়ে নিয়ে আসবে।
এ সময় পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ও প্রধান বক্তা ফরহাদ হোসেন আজাদ।
আটোয়ারী উপজেলা বিএনপির সদস্যসচিব কুদরত-ই-খুদার সঞ্চলানায় আহ্বায়ক আব্দুস সামাদ আজাদ এর সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), আব্দুল খালেক, অধ্যাপক মো. আমিনুল ইসলাম সহ অনেকে বক্তব্য দেন।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।