Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

লোকাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ১০ মে ২০২৫ ২০:২৩

বেনাপোল: যশোরের বেনাপোলের পল্লীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবক খুন হয়েছে।

শনিবার (১০ মে) বেলা ১২টার সময় যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শুক্রবার (৯ মে) সন্ধ্যায় তাকে প্রতিপক্ষরা বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে আনিছুরের দোকানের সামনে হামলা চালিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত অবস্থায় ফেলে রেখে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নিহত সুমন শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মৃত মইরদ্দিনের ছেলে মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহর কাছ থেকে কয়েক বছর আগে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক রাখে সুমন হোসেন। উভয়েই বিএনপি কর্মী হওয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইতোমধ্যে তাদের বনিবনা না হওয়ায় উক্ত টাকা ফেরত দিতে সোজা সাফটা জানিয়ে দেয়। এর জেরে শুক্রবার (৯ মে) বিকেল ৬টার সময় মশিয়ার গংদের বাড়িতে গিয়ে টাকা ফেরতের তাগিদ দেয় সুমন। একপর্যায়ে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক শেষে সুমন চলে আসে এবং গ্রাম্য বাজার‘ আনিছুরের দোকানে এসে বসে। কিছুক্ষণ পর প্রতিপক্ষ মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহসহ তাদের ছেলেরা এসে আনিছুরের দোকান থেকে সুমনকে ধরে রাস্তায় ফেলে দেশীয় অস্ত্র লাঠিসোটা ও ইট দিয়ে তার ওপর অতর্কিত হামলা ও শারিরিক নির্যাতন চালায় তারা।

একপর্যায়ে মৃত ভেবে তাকে ফেলে রেখে গেলে গ্রামবাসী উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারনে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল ৪টার দিকে সুমন মারা যান।

বিজ্ঞাপন

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া। তিনি জানান, তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কেউ মামলা করেনি। তবে এ হত্যার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে। দ্রুত আসামীদের আটক করা হবে বলে তিনি জানান।

সারাবাংলা/এমপি

পাওনা টাকা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর