রাজবাড়ী: রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে ভোরে সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয় তাদের গ্রেফতার করে।
তারা হলেন— সদর উপজেলার মিজানপুর গ্রামের নয়নদিয়া গ্রামের মৃত মেছের মন্ডলের ছেলে মো. সাইদুর রহমান সাঈদ (৪৫) ও একই গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে মো. সবুজ মন্ডল (৪০)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার (ওসি) মাহমুদুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।