Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৯:৫৬

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে অবস্থান কর্মসূচি

নোয়াখালী: গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।

শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৪টায় নোয়াখালীর টাউন হল মোড়ে প্রধান সড়কে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা। একই সময় নোয়াখালী সুপার মার্কেটে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিশ, ছাত্র অধিকার পরিষদ, জাস্টিস ফর জুলাইসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থেকে কর্মসূচিতে সমর্থন জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘২৪ এর গণহত্যার দৃশ্যমান এতো প্রমাণ থাকা সত্ত্বেও কোনো এক অদৃশ্য কারণে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। অথচ ছাত্র-জনতার রক্তের ওপর দিয়েই এই সরকার গঠিত হয়েছিল। এই সরকারের নিজের স্বীকৃতি নিজেই নষ্ট করার চেষ্টা করছে। সরকার বারবার বিভিন্ন বিষয়ে সংস্কারের কথা বলছেন। কিন্তু জুলাই পরবর্তী সময়ের সবচেয়ে বড় সংস্কারের কথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা আশা করব আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে সরকার সংস্কারের প্রথম ধাপ শেষ করবেন।’

বক্তারা আরও বলেন, ‘কেউ যদি মনে করে বিপ্লবীরা ঘুমিয়ে গেছে সেটি ভুল ধারণা। ফ্যাসিবাদের বিপক্ষে এ দেশের বুকে বারবার জুলাই নেমে আসবে। জুলাই বিপ্লবীদের কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না।’

উল্লেখযোগ্য, শুক্রবার (৯ মে) বিকেলেও একই দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছিল সংগঠনগুলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

আ.লীগ নিষিদ্ধ এনসিপি জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর