মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পিকনিকের লঞ্চে দুই নারীকে প্রকাশ্যে পেটানোরে অভিযোগে অভিযুক্ত নেহাল আহমেদ জিহাদকে (২৫) আটক করেছে পুলিশ। শনিবার (১০ মে) পুলিশ ওই যুবককে আটক করে।
আটক ওই যুবকের নাম নেহাল আহমেদ জিহাদ (২৫)। বাড়ি শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ১৫-১৭ বছর বয়সী ৩০০-৪০০ ছেলে-মেয়ে পিকনিক ও ভ্রমণের উদ্দেশ্যে এমভি ক্যাপ্টেন লঞ্চ ভাড়া করে। কিছু ছেলে-মেয়ে লঞ্চের ছাদে গান-বাজনা ও নাচ করছিল। সদর ঘাট থেকে রওনা হয়ে চাঁদপুর মোহনপুর ঘুরে লঞ্চটি আবার ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ৭ টায় মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল থামায়। ঘাটে থাকা ৫০-৬০ জন স্থানীয় লোকজন লঞ্চটিতে উঠলে পিকনিকের ছেলে-মেয়েদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে লঞ্চে থাকা ছেলে মেয়েদের হেনস্তা ও মারপিট করে। এই সময় লাঠিসোটা নিয়ে লঞ্চে ভাঙচুর চলায়। এ সময় লোকজনের ওপর আক্রমণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এ ঘটনায় পিকনিকে আসা নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। এক পর্যায়ে দুই নারীকে লঞ্চের সামনে এনে এক যুবক বেল্ট দিয়ে প্রাকাশ্য পিটিয়েছে। লঞ্চঘাটে উপস্থিত শত শত লোকজনকে এ সময় উল্লাস করতে দেখা যায়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, কিছু খাবার কেনার জন্য ৮ থেকে ১০ জন যাত্রী লঞ্চ থেকে পল্টুনে নামে। সেখানে থাকা স্থানীয়রা মাদকসেবী সন্দেহে তাদের পিছু নিয়ে লঞ্চে ওঠার চেষ্টা করলে লঞ্চের ম্যানেজার মো. শফিক তাদের প্রবেশে বাধা দেয়। এতে উত্তেজিত লোকজন জড়ো হয়ে লঞ্চে ঢুকে ভাঙচুর, লুট ও যাত্রীদের মারপিট করে। পরে খবর পেয়ে নৌ পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজনা কমে আসে। তবে ভুক্তভুগিরা এখনো কোন অভিযোগ করেনি। তারা জানিয়েছে আজ অভিযোগ করবে। তবে ওই যুবকে আটক করা হয়েছে।