চুয়াডাঙ্গা: টানা তৃতীয় দিনের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। শনিবার (১০ মে) দুপুর ৩টায় জেলাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর তিনদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, জেলাব্যাপী অতি তীব্র তাপপ্রবাহ বিরাজ করায় জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ। এদিন দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৩ শতাংশ। বাতাসে জলীয়বাস্পের পরিমাণ কম থাকায় তীব্র তাপ অনুভূত হলেও কিছুটা স্বস্তি অনুভব হচ্ছে।’ যদি জলীয়বাস্পের পরিমাণ বেশি থাকতো তাহলে ঘরে টেকাই কষ্টকর হতো বলে জানান তিনি।
উল্লেখ্য, বর্তমানে এ জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অপরদিকে, চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে বলে আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে।