খুলনা: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেছেন ছাত্র-জনতা।
শনিবার (১০ মে) বিকেল ৪টার পর থেকে খুলনার শিববাড়ির মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা, খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, দ্যা রেড জুলাইসহ বিভিন্ন সংগঠন এ বিক্ষোভ করেন।
এ সময় ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ক্যানসার আওয়ামী লীগ, ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’ স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে শিববাড়ির মোড়।
বিক্ষোভে বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬ বছর সাধারণ মানুষের ওপর অমানবিক জুলুম নির্যাতন করেছেন। তার দল আওয়ামী লীগ খুনের রাজত্ব করেছে। জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে। এরপরও এ দলটিকে নিষিদ্ধ করা হয়নি। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকবো।
বক্তব্য দেন এনসিপি খুলনার প্রধান সংগঠক আহম্মদ হামীম রাহাত, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মহানগর আহ্বায়ক আল শাহরিয়ার, ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর সেক্রেটারি রাকিব হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সভাপতি মাহাদী হাসান মুন্না, রেড জুলাই এর বিভাগীয় আহ্বায়ক মো.তারেক, জাতীয় নাগরিক কমিটির সংগঠক মুশফিকার সামস মেনান, জাতীয় নাগরিক কমিটির সোনাডাঙ্গা থানা সদস্য ফরিদ আহমেদ পাঠান, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক কমিটির খানজাহান আলী থানা সদস্য জায়েদুর রহমান প্রিন্স।
আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন খুলনা জেলার মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন, ইসলামী ছাত্রশিবিরের কমার্স কলেজ শাখার তারেক রহমান, স্নীগ্ধা সুলতানা মুন্নী, তামান্না সুলতানা, আখী রায়, উম্মে হুরায়রা নুসরাত, নাবা আক্তার শারমিন, মায়মুনা আক্তার পাপীয়া, রাবেয়া সুলতানা রেখা, রুমি রহমান ও রোদেলা আক্তার রেশমি।