সুনামগঞ্জ: সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সহকারী কমিশনার নাসরিন আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন ও জুলাই গণঅভ্যুত্থানে আহত ফয়সল আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানে আহত ২৩০ জন জুলাই যোদ্ধাদের মাঝে এক লাখ টাকার করে সর্বমোট দুই কোটি ত্রিশ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।