ঢাকা: পারিবারিক একটা অনুষ্ঠানে যোগ দিতে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১০ মে) রাত ৯ টার দিকে নিজ বাসা ‘ফিরোজা’ থেকে বের হয়ে গুলশান-২ নম্বরে শামীম এস্কান্দারের বাসায় যান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘পারিবারিক একটি আয়োজনে অংশ নিতে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় গেছেন ম্যাডাম (খালেদা জিয়া)।’
বিএনপির মিডিয়া সেলের হোওয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো ছবিতে দেখা যায়, নীল রঙের একটি গাড়িতে করে খালেদা জিয়া গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ফিরোজার বাসা থেকে বের হচ্ছেন। গাড়িতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ পরিবারের আরও কয়েকজন সদস্য রয়েছেন।
যুক্তরাজ্যে প্রায় চার মাস উন্নত চিকিৎসা শেষে ৬ মে সকালে দেশে ফেরেন খালেদা জিয়া। তার সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। দেশে ফেরার পর থেকে বিশ্রামে আছেন খালেদা জিয়া। আজই প্রথম বের হলেন তিনি।