Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নিষিদ্ধের দাবি
একঘণ্টার আলটিমেটাম শেষে ইন্টারকন্টিনেন্টাল’র সামনে ছাত্র-জনতা

ঢাবি করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ২২:০৮ | আপডেট: ১০ মে ২০২৫ ২৩:৫৩

শাহবাগে ছাত্র-জনতার ‘গণজমায়েত’। ছবি: সারাবাংলা

ঢাকা: এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না এলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আলটিমেটামের সময় পেরিয়ে যাওয়ায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা।

শনিবার (১০ মে) রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পূর্বঘোষিত গণজমায়েত থেকে রাতে দিকে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ইন্টেরিম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আগামী একঘণ্টা সময় দিলাম। যদি এই একঘণ্টায় ঘোষণা না আসে তাহলে আমরা ইন্টারকন্টিনেন্টালকে কেন্দ্র ধরে বাংলামোটর অবধি দখল করে নেব।’

হাসনাত বলেন, ‘আমরা আর পিছু হটছি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তারপর মাঠ ছাড়ব। আরও কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব।’

সারাবাংলা/কেকে/এইচআই

আ.লীগ নিষিদ্ধ এনসিপি ছাত্র-জনতা লং মার্চ টু যমুনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর