ঢাকা: পটুয়াখালীর বাউফলের লোহালিয়া নদীর ওপর বগা সেতু নির্মাণের দাবিতে ঢাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বগা সেতু বাস্তবায়ন পরিষদ’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়। যাতে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
মানববন্ধনে বাউফলসহ আশপাশের চারটি উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে বক্তারা বলেন, একটি সেতু এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য এবং চিকিৎসাসেবাসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুখ্য ভূমিকা রাখতে পারে। বক্তারা বগা সেতুর দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান এবং সরকারের প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বাউফলে বগা সেতু বাস্তবায়নের দাবিতে ঢাকায় মানববন্ধন। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগা সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। মারুফ আল মুজাহিদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক তালুকদার, বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, জিয়া পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুমান, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, বাউফল ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম ফারুক হোসেন ও ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন, ইউনুস চৌধুরী এবং রমিজ উদ্দিন হাওলাদার।