টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এ দেশের সমৃদ্ধির জন্য লড়াই করেছেন। আগামীতে তিনি রাজনীতিতে ওইভাবেই সক্রিয় থাকবেন দেশের অভিভাবক হিসেবে। যেকোনো সময় তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন। আগামী দিনের গণতন্ত্রের যাত্রায় তিনি দিক-নির্দেশনা দিবেন।
শনিবার (১০ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের নবীনবরণ অনুষ্ঠানে যোগদানের পূর্বে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্ক্তব্য দেন- উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বীথি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।