ঢাকা: দলের স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠক বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকটি হচ্ছে ভার্চুয়াল।
দলীয় সূত্রমতে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ত্যাগ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবরোধ ও গণজমায়েত এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পরিপ্রেক্ষিতে দলের সর্বোচ্চা নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান।
জানতে চাইলে বিএনপির মিডিয়াসেলের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে বলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকটি হবে ভার্চুয়াল।’
সাধারণত প্রতি সোমবার দলের সর্বোচ্চ নীতিনির্ধরণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। রাত ৮টায় শুরু হয়ে ১০টার মধ্যে বৈঠক শেষ হয়ে যায়।
কিন্তু, জরুরি ভিত্তিতে ডাকা আজকের এ বৈঠক ৮ টায় শুরু করা সম্ভব হয়নি। কারণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথে উদ্যোগে আয়োজিত তারুণ্যের সমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম ছিলেন। সেখান থেকে রাত ১০টার দিকে ফিরেছেন তিনি। সে কারণে ফিজিক্যালি বৈঠক না করে ভার্চুয়ালি বৈঠকের সিদ্ধান্ত নেন তারেক রহমান।
জানা গেছে, আজকের বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ‘গুরুত্বের সঙ্গে’ আলোচনা করা হবে। এর পর দলীয় সিদ্ধান্ত মিডিয়ার মাধ্যমে সরকারকে জানিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে সরকারের তরফ থেকে এরই মধ্যে বিএনপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।