Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ‘বৈশাখী ট্রায়াথলন ২০২৫’ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ২২:৪২

বৈশাখী ট্রায়াথলন ২০২৫ এ অংশ নেওয়া প্রতিযোগিতা

কক্সবাজার: বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় ‘সুইম, রাইড, রান-বৈশাখী ফান’ এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হলো ‘বৈশাখী ট্রায়াথলন-২০২৫’।

শনিবার (১০ মে) কক্সবাজারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নিয়েছে দেশ-বিদেশের ১৯৮ জন সাঁতারু, সাইক্লিস্ট ও দৌড়বিদ। যারা একসঙ্গে সম্পন্ন করেন ৭৫০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইক্লিং ও ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা।

সকাল ৬ টা ৪৪ মিনিটে কক্সবাজারের উখিয়ার রেজু খালে সাঁতারের মধ্যে দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। ৭৫০ মিটার দুরত্বের সাঁতার শেষ করে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক হয়ে পাটুয়ারটেক পর্যন্ত ২০ কিলোমিটার সাইক্লিং করে প্রতিযোগিরা। এরপর হোটল বেওয়াচ পর্যন্ত ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা চলে।

অংশগ্রহণকারীরা জানালেন, রেজুখালের শান্ত পানি, প্যারবানের সৌন্দর্যে সাঁতারের পর মেরিন ড্রাইভ সড়কের দুই পাশের পাহাড়-সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে সাইক্লিং তাদের বিমোহিত করেছে।

বৈশাখী ট্রায়াথলন-২০২৫ প্রতিযোগিতায় দুইটি ক্যাটাগরিতে ২ জন নারী এবং ১৯৬ জন পুরুষ অংশ নেন। প্রফেশনাল ক্যাটাগরি গ্রুপে নারী এবং পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে মো. শামসুজ্জামান এবং ফেরদৌসী আক্তার মারিযা। অ্যামেচার ক্যাটাগরি গ্রুপে পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন মো. মহিউদ্দিন।

এ ছাড়াও প্রতিটি শ্রেণির প্রথম ১০ জন অংশগ্রহণকারীকে স্মারক ক্রেস্ট এবং ট্রায়াথলন সম্পন্নকারী প্রত্যেকে একটি করে আকর্ষণীয় মেডেল ও একটি ই-সার্টিফিকেট দেওয়া হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। এ সময় কক্সবাজারে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দীনও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

কক্সবাজার বৈশাখী ট্রায়াথলন ২০২৫ মেরিন ড্রাইভ সাইক্লিস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর