Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় মোদি ও শেহবাজ শরিফের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ২২:৫২

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (১০ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ড. ইউনূস বলেন, ‘আমি আন্তরিকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রশংসা করি তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং আলোচনায় বসার জন্য।’

তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিওর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তাদের কার্যকর মধ্যস্থতা করার জন্য।’ কূটনীতিতে মতভেদ নিরসনে দুই প্রতিবেশীর সমর্থন বাংলাদেশ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সারাবাংলা/জিএস/এইচআই

ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি পাকিস্তান ভারত যুদ্ধবিরতি শেহবাজ শরিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর