Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জের ১৪ স্পটে একযোগে ১০ হাজার চারা রোপণ জেলা প্রশাসনের

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ২৩:২১ | আপডেট: ১০ মে ২০২৫ ২৩:৫৪

ঢাকা: ‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা’ এই প্রত্যয়ে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই উপলক্ষ্যে জেলার ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়, যা এই কর্মসূচিকে করে তোলে এক অনন্য পরিবেশবান্ধব উদ্যোগে।

শনিবার (১০ মে) এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন জেলা প্রশাসকের নির্দেশে প্রতিটি স্পটে একজন করে সিনিয়র সহকারী কমিশনার দায়িত্ব পালন করেছে বৃক্ষরোপণ কর্মসূচি তদারকি করতে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ ছাড়া নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মো. ‍নূর কুতুবুল আলম, আনসার ও ভিডিপি, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত, সড়ক ও জনপদসহ জেলার বিভিন্ন সরকারি দফতরের প্রধানরাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শূরা সদস্য জনাব মওলানা মো. মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোস্তফিজুর রহমান দিপু ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, গণঅধিকার পরিষদে জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ শাখার আহ্বায়ক নিরব রায়হান, সদস্যসচিব মোহাম্মদ জাবেদ আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও গণমাধ্যমকর্মীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সূচনালগ্নে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয় এবং নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র‍্যালিটি নগরবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করে। র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে বকুল গাছ রোপণের মাধ্যমে পরিবেশের প্রতি ভালোবাসার প্রতীক স্বরূপ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। এরপর বেলুন উড়িয়ে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করা হয়।

একই সময় জেলার ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়, যা এই কর্মসূচিকে করে তোলে এক অনন্য পরিবেশবান্ধব উদ্যোগে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচিকে একটি সময়োপযোগী ও সুদূরপ্রসারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি নদী রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান।

আলোচনা সভা শেষে তিনি কেন্দ্রীয় ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পানাম নগর ও সার্কিট হাউজ চত্ত্বরে নির্মিত নতুন ফোয়ারা উদ্বোধন করেন। দিনব্যাপী কর্মসূচির পরিশেষে বিভাগীয় কমিশনার মহোদয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস সোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং কর্মদিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সারাদেশে মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলামের নেওয়া এই কর্মসূচি নারায়ণগঞ্জ জেলাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।

সারাবাংলা/ইউজে/এইচআই

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মানবিক ডিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর