ঢাকা: আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। ঘোষণা প্রকাশ হওয়ার পরপরই উচ্ছ্বাস প্রকাশ করছেন শাহবাগে আন্দোলনরত ছাত্র-জনতা।
শনিবার (১০ মে) রাত ১১ টায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এমন সিদ্ধান্ত আসার পর শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ ৩ দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতা উচ্ছ্বাস প্রকাশ করেন।
এর আগে, রাত ৮ টায় জরুরি বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদ। দীর্ঘ সময়ের আলোচনা শেষে এই সিদ্ধান্ত জানায় উপদেষ্টা পরিষদ।
প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শনিবার (১০ মে) রাত ১১ টা পর্যন্ত ৪৯ ঘণ্টার আন্দোলন করেন ছাত্র-জনতা। প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করলেও পরবর্তীতে শাহবাগ অবরোধ করেন ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) থেকে শাহবাগ অবরোধের পর এই সিদ্ধান্ত জানায় অন্তর্বর্তী সরকার।