Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১০:১৫ | আপডেট: ১১ মে ২০২৫ ১৩:১৮

বাংলাবান্ধা স্থলবন্দর।

পঞ্চগড়: বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের একমাত্র চারদেশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানিসহ কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (১১ মে) সকালে বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন।

জানা যায়, বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় রোববার বাংলাবান্ধা দিয়ে বাংলাদেশ-ভারত ও নেপালের মধ্যে পাথরসহ সকল প্রকার আমদানী-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১২ মে) সকাল থেকে পুনরায় বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক থাকবে। তবে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

সারাবাংলা/এমপি

আমদানি বাংলাবান্ধা স্থলবন্দর রফতানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর