ঢাকা: রাজধানী ঢাকার শনিবারের তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা এই বছর গ্রীষ্ম মৌসুমে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা। তবে আজ কিছুটা কমেছে তাপমাত্রা। বিকেলের মধ্যে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (১১ মে) তাপমাত্রা কিছুটা কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি আরও বলছে দিন শেষে দেশের কোনো কোনো বিভাগের ওপর দিয়ে বয়ে যেতে পারে দমকা হাওয়া, আবার কোথাও হতে পারে বজ্রবৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (১১ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সে. কমতে পারে এবং রাতের তাপামাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. কমতে পারে। চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।
সোমবার (১১ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (১২ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আর বুধবার (১৩ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, গত কয়েকদিনের তাপপ্রবাহ কোথাও কোথাও প্রশমিত হবে এবং তাপমাত্রা কমতে থাকবে। কারন টানা তিন দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলছে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা কমতে পারে।