Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের ম্যাচের টিকেটের মূল্য ৬৫০০ টাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১৬:১৬ | আপডেট: ১১ মে ২০২৫ ১৭:২৭

২০২২ সালের পর আবারও আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৪ মে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রওনা হচ্ছেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। সর্বশেষ সফরেও দুই ম্যাচের সিরিজই খেলে দুই দল। এবারের সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ মে। আজ (রবিবার) আনুষ্ঠানিক ঘোষণায় এই সিরিজের জন্য টিকেট মূল্য ও প্রাপ্তিস্থান ঘোষণা করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সিরিজের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। আজ থেকেই টিকেট পাওয়া যাবে  স্টেডিয়ামের বক্স অফিসে। ম্যাচের দিন স্টেডিয়ামের গেট খুলবে স্থানীয় সময় বিকাল ৫টায়। আর ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়।

বিজ্ঞাপন

তিনটি ক্যাটাগরির টিকেট কেটে খেলা দেখতে পারবেন দর্শকরা। মাঠের জেনারেল স্ট্যান্ডের টিকেটের দাম ৩০ আমিরাতি দিরহাম। গোল্ড/প্লাটিনাম গ্যালারির টিকেট পাওয়া যাবে ৭৫ দিরহামে। আর সর্বোচ্চ ২০০ দিরহামে ভিআইপি বক্সে বসে উপভোগ করা যাবে ম্যাচ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ যথাক্রমে ৯৯১, ২৪৭৫ ও ৬৬১২ টাকা।

আরব আমিরাতের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু ভারতের সাথে সংঘাতে জড়ানোর পর অনিশ্চয়তায় পড়েছে সেই সফর। যদিও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। তবে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসা বাকি এই সিরিজ নিয়ে।

আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য একবারেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ। পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। শুধুমাত্র আমিরাত সিরিজের জন্য সহ-অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার শেখ মাহেদী হাসান। এদিকে বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণার বাকি আরব আমিরাতের,

বিজ্ঞাপন

আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক) ,শেখ মাহেদী  হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ  হোসেন ইমন, সৌম্য সরকার , নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন , তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

সারাবাংলা/জেটি

আরব আমিরাত ক্রিকেট বোর্ড আরব আমিরাত সফর বাংলাদেশ ক্রিকেট দল বিসিবি

বিজ্ঞাপন

আর যুদ্ধ নয়: পোপ লিও
১২ মে ২০২৫ ০৯:০৫

আরো

সম্পর্কিত খবর